
দেশের অন্যতম বৃহৎ ও স্বনামধন্য প্রতিষ্ঠান স্কয়ারঅঙ্গ প্রতিষ্ঠান এজিস সার্ভিসেস লিমিটেডনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটিতে ‘ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’পদে কিছু সংথ্যক অভিঞ্জ প্রার্থী নিয়োগ দেওয়া হবে।আগ্রহী প্রার্থীরা অাগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ডাকযোগে অথবা ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য বিস্তারিত :
পদের নাম: ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
পদসংখ্যা: কিছু সংখ্যক
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস
অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থানে।
আবেদনের নিয়ম : সবগুলো পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ জানুয়ারি ২০১৯ তারিখের মধ্যে (recruitment-aegis@squaregroup.com) ঠিকানায় ইমেইল পাঠিয়ে অথবা "সদ্যতোলা রঙিন ছবিসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও জীবনবৃত্তান্ত সহ আবেদনপত্র "অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, এজিস হেড অফিস, হাউস-৪(মটিয়া), রোড-২/এ, ব্লক-এফ, বনানী, ঢাকা-১২১৩" এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

1 comments:
I am a diploma engineer, i will want to the job
ReplyPost a Comment